• ফেব্রুয়ারি ১৯, ২০২১
  • শীর্ষ খবর
  • 270
শাহপরানে সৎ মা ও দুই ভাইবোনকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্কঃ সিলেটে সৎ মা ও ছোট ভাই এবং বোন কে কুপিয়ে হত্যা করেছেন এক কিশোর। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা (৯) ছেলে তাহসান (৭)।

এ ঘটনায় রুবিয়ার সৎ ছেলে আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে সৎমা-ভাই-বোনকে দা দিয়ে এলোপাথাড়ি কোপায় ও ছুরিকাঘাত করে ওই কিশোর। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে মারা যান। তাদের শরীরজুড়ে এলোপাথাড়ি কোপ ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘরের বিছানায় পড়ে থাকা মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তোশকে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার সময় ওই কিশোরকে আটক করেছে পুলিশ।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্তায় আহত শিশুটিও মারা যায়।