- মার্চ ৬, ২০২১
- শীর্ষ খবর
- 472

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌরসভায় নিজের পোস্টার সরালেন বিজয়ী মেয়র আতাউর রহমান সেলিম।
পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে তিনি নিজের পোস্টার অপসারণের মধ্যদিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। শনিবার (৬ মার্চ) শহরের বিভিন্ন স্থানে নিজের পোস্টার অপসারণ করেন তিনি।
এ বিষয়ে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছি। ইশতেহারে পরিচ্ছন্ন শহর গড়ার ওয়াদা ছিল। এর ধারাবাহিকতায় আমি আমার নিজের পোস্টার নিজে অপসারণে নেমেছি। পৌরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দেয়ার স্বার্থে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যদেরকেও তাদের পোস্টার অপসারণ করে নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’