• মার্চ ৮, ২০২১
  • শীর্ষ খবর
  • 272
সুনামগঞ্জ-সিলেট সড়ক ৬ লেনে উন্নীত করার দাবি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়ক সুনামগঞ্জ পর্যন্ত ৬ লেনে বর্ধিতকরণের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। নাগরিক অধিকার উন্নয়ন সমিতি, সুনামগঞ্জ নামের একটি সংগঠন আজ সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলা সড়ক যোগাযোগের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। সরকার সুনামগঞ্জের হাওর এলাকায় উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার একটি প্রকল্প অনুমোদন হয়েছে। সিলেট থেকে সুনামগঞ্জের দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। তাই ঢাকা-সিলেট সড়কের ৬ লেন প্রকল্পটি সুনামগঞ্জ পর্যন্ত বর্ধিত করলে সুনামগঞ্জের মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের উন্নতি হবে। এ জন্য ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পটি সুনামগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবি জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আয়োজক সংগঠনে সভাপতি সুনামগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী রোকেশ লেইস, সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী হ‌ুমায়ূন মঞ্জুর চৌধুরী, রইস উদ্দিন আহমদ, মো. মাসুক আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সেলিম, মুক্তিযোদ্ধা-আইনজীবী আসাদুল্লাহ সরকার, আইনজীবী বোরহান উদ্দিন দোলন প্রমুখ।