• মার্চ ১০, ২০২১
  • শীর্ষ খবর
  • 295
দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিউজ ডেস্কঃ দক্ষিণ সুরমা এলাকার আলমপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাই সাইকেল চালক রুবেল মিয়া (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি কোতোয়ালি থানাধীন ঝেরঝেরিপাড়াস্থ ৬৩ এভারগ্রীনের লায়েক মিয়ার ছেলে।

বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা বলেন, মোগলাবাজার থানাধীন আলমপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় সম্মুখে সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ১ জন বাই সাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।