• মার্চ ১৪, ২০২১
  • শীর্ষ খবর
  • 333
নবীগঞ্জে চাল আত্মসাত: চেয়ারম্যান মুকুলের বরখাস্তের আদেশ বহাল

নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২২৯ জন সুবিধাভোগীর চাল আত্মসাতের দায়ে গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের (অব্যাহতিপ্রাপ্ত) সভাপতি ইমদাদুর রহমান মুকুলের বরখাস্তের আদেশ বহাল রেখে পূর্ণাঙ্গ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

রবিবার (১৪ মার্চ) সুপ্রিম কোর্টের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবী শেখ শফিক মাহমুদ পুষ্প।

শেখ শফিক মাহমুদ পুষ্প বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার সময় খাদ্যবান্ধব কর্মসূচির ২২৯জন সুবিধাভোগী বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের দায়ে’ স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্বারা ইউপি চেয়ারম্যান কুল কে বরখাস্ত করে জারি করা আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে ইমদাদুর রহমান মুকুলের পক্ষে নবীগঞ্জ উপজেলার গজাইনাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনর্বহালের আর কোনো সুযোগ রইল না।’

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির ২২৯জন সুবিধাভোগী বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান মুকুলকে গত ৭ জুলাই বরখাস্ত করে আদেশ জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে ওই আদেশের বিরুদ্ধে রিট করলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। তারপর স্থানীয় সরকার মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন করলে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোটের্র আদেশ স্থগিত করেন। অতঃ পর মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উঠলে এ বিষয়ে শুনানি শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ বহাল রেখে রায় দেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

উল্লেখ্য- চাল আত্মসাতকারী হিসেবে প্রমাণিত হওয়ায় দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয় এর ফলে ২০২০ সালের (১৫ জুলাই) নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সর্বসস্মতিক্রমে ইমদাদুর রহমান মুকুলকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদে থেকে অব্যাহতি দেয়া হয়।