• মার্চ ১৪, ২০২১
  • মৌলভীবাজার
  • 577
শ্রীমঙ্গল থানার ১১ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার দশ কর্মকর্তাসহ ১১ পুলিশ সদস্যকে একসঙ্গে বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে পুলিশ প্রশাসন জানায় এটি নিয়মিত ও সাধারণ বদলি।

শনিবার (১৩ মার্চ) দুপুরে ২টায় শ্রীমঙ্গল থানা চত্বরে বদলি হওয়া পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বদলি হওয়া অফিসারা হলেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র হাজরা, এসআই মো. ফরিদ মিয়া, এসআই কাশী চন্দ্র শর্ম্মা, এসআই রুকনুজ্জামান, এসআই শহীদুল ইসলাম মোল্লা, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ইলিয়াস নূরী, এএসআই জিতেন কর্মকার, এএসআই রুবেনা বেগম, এএসআই সুলতান আহমদ, এএসআই মো. সোহাগ মিয়া, কনস্টেবল কাম কম্পিউটার অপারেটর জুন চাকমা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালেক বলেন, থানায় তিন পরিদর্শক, ১৮ এসআই এবং ১২ এএসআইসহ মোট কর্মকর্তা ৩৩ জন। তাদের মধ্যে ১১ জনকে নিয়মিতভাবেই বদলি করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, তাদেরকে সাধারণভাবেই বদলি করা হয়েছে। অনেকে তিন বছর সাড়ে তিনবছর ধরে এ থানায় কর্মরত ছিলেন। তাই তাদের বদলি করা হয়েছে।