• মার্চ ১৫, ২০২১
  • শীর্ষ খবর
  • 389
জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ৩

জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতি মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। গতকাল রোববার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল হক ও কনস্টেবল নিয়ামুল ইসলাম। তাঁরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিনজন পুলিশ সদস্য রোববার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রাম থেকে ডাকাতি মামলার আসামি আবদুস শহীদকে (৪৫) গ্রেপ্তার করেন। আসামিকে নিয়ে আসার সময় তাঁর স্বজনেরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় শহীদকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের ওই তিন সদস্য আহত হয়েছেন।

জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।