- মার্চ ২৭, ২০২১
- শীর্ষ খবর
- 234
নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা থেকে রক্তাক্ত অবস্থায় তাজগীর আহমদ (২৩) নামের এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমাস্থ মোল্লারগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এসময় মরদেহটির পাশ থেকে দুমড়ানো- মুচড়ানো অবস্থায় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় ঐ যুবকের মৃত্যু হয়েছে। লাশের পাশ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটির নাম্বার হচ্ছে সিলেট হ ১৪-১৬৭৬।
নিহত তাজগীর আহমদ (২৩) বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বিশ্বনাথ থানার কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের ছেলে বলে জানা যায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের পকেটে একটি জাতিয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখান থেকেই তার পরিচয় জানা যায়। মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ থেঁতলে গেছে।