• মার্চ ২৭, ২০২১
  • শীর্ষ খবর
  • 234
সড়কের পাশ থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা থেকে রক্তাক্ত অবস্থায় তাজগীর আহমদ (২৩) নামের এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমাস্থ মোল্লারগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় মরদেহটির পাশ থেকে দুমড়ানো- মুচড়ানো অবস্থায় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় ঐ যুবকের মৃত্যু হয়েছে। লাশের পাশ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটির নাম্বার হচ্ছে সিলেট হ ১৪-১৬৭৬।

নিহত তাজগীর আহমদ (২৩) বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বিশ্বনাথ থানার কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের ছেলে বলে জানা যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের পকেটে একটি জাতিয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখান থেকেই তার পরিচয় জানা যায়। মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ থেঁতলে গেছে।