• এপ্রিল ১, ২০২১
  • রাজনীতি
  • 591
সিলেটে বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্কঃ এবার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে দাবি জানিয়ে দলের হাইকমান্ডের নির্দেশে এ সিদ্ধান্ত নেয় বিএনপি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, বুধবার (৩১ মার্চ) দলের সিদ্ধান্ত অনুযায়ি সিলেটসহ সারাদেশে বিএনপির সব ধরণের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কারণ করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতির প্রেক্ষিতে জনগণ এবং দলীয় নেতা, কর্মী, সমর্থকদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরও বলেন, ফোন, সামাজিক গণমাধ্যম ও অ্যাপস্ ব্যবহারের মাধ্যমে নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে দেশের জনগনসহ দলীয় নেতাকর্মী, সমর্থকরা করোনা ভাইরাসের ক্রমবর্ধমান অবনতির প্রেক্ষিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানান তিনি।