- এপ্রিল ১, ২০২১
- মৌলভীবাজার
- 632
মৌলভীবাজার প্রতিনিধিঃ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মৌলভীবাজারের জেলা প্রশাসন অন্যান্য উপজেলার মতো কমলগঞ্জের সব পর্যটনকেন্দ্র ১ এপ্রিল থেকে ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে উপজেলার সব দোকানপাট, শপিং মল সন্ধ্যা সাতটার পর বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান গতকাল বুধবার রাতে এ নির্দেশ দিয়েছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সারা দেশে করোনা সংক্রমণের হার পরীক্ষার বিপরীতে ১৯ দশমিক ৯ শতাংশ। মৌলভীবাজারে এই সংক্রমণের হার ২২ দশমিক ২ শতাংশ। এ অবস্থায় জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে জরুরি ভিত্তিতে মৌলভীবাজার জেলা প্রশাসন পর্যটনকেন্দ্র ও দোকানপাট বন্ধের বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
জেলা প্রশাসনের নতুন নির্দেশনার কারণে কমলগঞ্জের পর্যটনকেন্দ্র লাউয়াছড়া, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত এলাকা, চা–বাগানের লেকগুলোয় আজ থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা বহাল হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমণ মোকাবিলায় প্রশাসন যেসব নির্দেশনা দিয়েছে, তা সবাইকে মানতে হবে। অমান্যকারীদের জরিমানা করা হবে।