• এপ্রিল ৩, ২০২১
  • শীর্ষ খবর
  • 729
শায়েস্তাগঞ্জে অবৈধ ফার্নিচারসহ ট্রাক জব্দ

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি অবৈধ ফার্নিচার আটক করেছে বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি। শনিবার (৩ এপ্রিল) ভোর ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের গংগা নগর থেকে এ ফার্নিচার জব্দ করা হয়। এ ফার্নিচারের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।

জানা যায়, শনিবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গংগানগরে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলীর, মো. জাকির হোসেন, রেঞ্জ সহযোগী কর্মকর্তা মো. ইসাক আলী, আশরাফ আলী, নজরুল ইসলাম।

এসময় অবৈধভাবে পরিবহনকালে ট্রাকভর্তি ফার্নিচারসহ (ঢাকা মেট্রো-ট ২০-৯৮৯৮) গাড়ি ও ফার্নিচার জব্দ করা হয়। ট্রাকটি নরসিংদী থেকে অবৈধ ফার্নিচারসহ সিলেটের দিকে যাচ্ছিল।

শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী বলেন, এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন।