• মে ১০, ২০২১
  • জাতীয়
  • 284
ঈদের ছুটি চাওয়ায় পুলিশের গুলি, আহত ৮

নিউজ ডেস্কঃ ঈদের ছুটি চাওয়ায় টঙ্গীর মিলগেট এলাকার হা-মীম গ্রুপের পোশাক শ্রমিকদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১০ মে) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. জাহিদ হোসেন (২৬), ইমরান (১৯), হাসান (২৬), রবিউল মিয়া (২২), রনি ইসলাম (২৩), মামুন (২৫), রুবেল (২২) ও সোহেল (২২)।

হা-মীম গ্রুপের ডেনিম গার্মেন্টসে কর্মরত আহত রবিউল মিয়া বলেন, সকালে আমরা ঈদের ১০ দিনের ছুটি চাই। আমাদের এক সহকর্মী গেট থেকে বের হলে, পুলিশ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। আমরা পুলিশের কাছে জানতে চাইলাম, কেন তারা আমাদের সহকর্মীকে আহত করল? এরপর তারা গুলি শুরু করে। আমরা প্রায় ৪০-৫০ জন আহত হয়েছি। অনেকে টঙ্গী হাসপাতালে আছে। আমরা আটজন ঢাকা মেডিকেলে এসেছি। সবাই গুলিতে আহত। আমরা কোনো ভাঙচুর, মিছিল, মিটিং বা সড়ক অবরোধ করিনি। তারা বিনা বিচারের আমাদের ওপর গুলি চালায়।

আহত মামুন জানান, আমাদের দাবি ছিল ১০ দিনের ছুটি দিতে হবে। রোববার আমরা কাজ বন্ধ রাখি। আজ আমাদের জানানোর কথা, কিন্তু পুলিশ আমাদের ওপর গুলি চালাল। আমরা কোনো ধরনের ঝামেলা করিনি। তারপরও আমাদের ছুটির বদলে গুলি চালিয়ে দিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, টঙ্গী থেকে ৮ শ্রমিক গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।