- মে ১৬, ২০২১
- শীর্ষ খবর
- 277
নিউজ ডেস্কঃ আবারও ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিন সুরমা সাত মাইল নামক স্থানে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্সে এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এরমধ্যে একজন পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
রবিবার (১৬ মে) দুপুর দেড়টায় এ ঘটনাটি ঘটে। এসময় রাস্তার দুপাশে যানজট সৃষ্টি হলে দক্ষিণ সুরমা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাভাবিক করে।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে।