• মে ২০, ২০২১
  • শীর্ষ খবর
  • 267
গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাট উপজেলার ফসলি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গোয়াইনঘাটের কাকুনাখাই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৮টায় নিজ ফসলি জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর ওইদিন যোহরের নামাজের পর স্থানীয় মসজিদে জানাযার নামাজ শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।