• মে ৩০, ২০২১
  • লিড নিউস
  • 215
এয়ারপোর্ট রোডে ট্রাক ও সিএনজি অটোরিকশা সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্কঃ সিলেট শহরতলীর আম্বারখানা-এয়ারপোর্ট রোডের মালীনিছড়া চা বাগান এলাকায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার ৫ জন যাত্রী আহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে মালীনিছড়া চা বাগানের মন্দিরের সামনের রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে আম্বরখানা থেকে এয়ারপোর্টগামী সিএনজি অটোরিকশাকে (সিলেট থ ১২-৪০৮৪) ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ন ২১-১২৬৩)। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হন। আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। তবে তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক নয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দূর্ঘটনার পর ট্রাকটি আটক করে রেখেছেন স্থানীয় জনতা। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গেছে। কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেন তিনি।