- মে ৩১, ২০২১
- শীর্ষ খবর
- 407
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত নদী যাদুকাটায় হঠাৎ ঝড় ও পাহাড়ী ঢলের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় খেয়া নৌকার এক মাঝি নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ মাঝি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোফ টিলার মৃত নুর ইসলামের ছেলে হারিছ মিয়া (৩৮) এবং বড়গোফ টিলার খেয়াঘাটের নৌকার মাঝি।
সোমবার সকাল ৮টার দিকে নৌকা ডুবির এই দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে যায়, সোমবার ভোরে মাঝি হারিছ মিয়া কয়েকজন যাত্রী নিয়ে নদীর পুর্বপাড় থেকে পশ্চিম পাড়ে আসার সময় হঠাৎ প্রচন্ড ঝড় ও পাহাড়ী ঢলে খেয়া নৌকাটি ডুবে যায়। এসময় খেয়া নৌকাতে থাকা কয়েকজন যাত্রী সাতরিয়ে কিনারায় উঠতে পারলেও মাঝি হারিছ মিয়া নিখোঁজ হন। সোমবার বিকাল ৩টা পর্যন্ত নিখোঁজের আত্মীয় স্বজন ও পুলিশ তাকে খোজেঁ পায়নি।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার নিখোজেঁর বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের স্বজনদের পাশাপাশি পুলিশের একটি টিম ও বিজিবির একটি টহলদল নদীতে তাকে খোঁজাখুজি করছে। তবে এখনও তার খোজঁ পাওয়া যায়নি।
তিনি বলেন, পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকেও উদ্ধার তৎপরতা চালানোর জন্য বলা হয়েছে।