- জুন ২, ২০২১
- শীর্ষ খবর
- 366
নিউজ ডেস্কঃ সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ‘কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ড’-এ অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন দোকানে করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে বুধবার (২ জুন) বিকাল ৪টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে জরিমানা করা হয়নি। তবে খাবার পরিবেশনকালে স্টাফদের মুখে মাস্ক না থাকা এবং শারীরিক দূরত্ব বজায় না থাকায় এসপারাগাসের বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীদের সতর্ক করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ড-এ এসে দেখা গেছে- বিভিন্ন দোকানে খাবার পরিবেশনকালে স্টাফদের মুখে মাস্ক নেই। প্রাথমিক পর্যায়ে তাদের জরিমানার আওতায় না নিয়ে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে এমনভাবে করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’