• জুন ৯, ২০২১
  • লিড নিউস
  • 225
পূর্ব জিন্দাবাজারের বহুতল ভবনে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ জুন) রাত ১০টার দিকে পূর্ব জিন্দাবাজারের ব্রাক ভবনে ৯ তলায় ধাজ্য বস্তুতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫-২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

ফায়াস সার্ভিস কর্মী আব্দুল হান্নান বলেন, স্থানীয় কয়েকজনের ফোনের ভিত্তিতে আমরা রাত ১০টার দিকে খবর পেয়ে ব্র্যাক ভবন নামে পরিচিত পূর্ব জিন্দাবাজারের এই ১০ তলা ভবনে পৌঁছে ৯ তলায় আগুন ও ধোয়া দেখতে পাই। ভবনের নিচতলা ছিলো তালাবদ্ধ। তখন আমরা দ্রুত হাইড্রলিক লিফট ব্যবহার করে ৯ তলায় উঠে ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

তিনি বলেন, ওই তলায় নির্মাণকাজ চলছে। সম্ভবত সেখানে কাঠমিস্ত্রিরা কাজ করে কাঠের গুড়োয় সিগারেট খেয়ে অবশিষ্টাংশ ফেলে যাওয়ার কারণেই আগুন ধরেই যায়।

অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •