• জুন ১৪, ২০২১
  • বিজ্ঞপ্তি
  • 471
ওসমানীনগরে সাংবাদিক সেকেলের বাড়ি ভাঙচুর, জেলা প্রেসক্লাবের নিন্দা

নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ সেকেলের বাসায় ভাংচুরের প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি।

এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, আজ প্রতিটি পদে পদে সাংবাদিকরা লাঞ্চিত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় ওসমানীনগরে সাংবাদিক সেকেলের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে-অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।