- জুন ১৪, ২০২১
- শীর্ষ খবর
- 325
নিউজ ডেস্কঃ সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো প্রাণহানি হয়নি। এই পর্যন্ত বিভাগে মৃতের সংখ্যা ৪৩২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৭১ জন। সোমবার (১৪ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এর মধ্যে সিলেটের ৩৬, মৌলভীবাজারের ১২, হবিগঞ্জের সাত ও সুনামগঞ্জের ১০ জন রয়েছেন।
এ নিয়ে আক্রান্ত ২৩ হাজার ৬৯০ জনে দাঁড়াল। এর মধ্যে সিলেটের ১৫ হাজার ৬২২, সুনামগঞ্জের ২ হাজার ৮৬৭, হবিগঞ্জের ২ হাজার ৫৫৩ ও মৌলভীবাজারে ২ হাজার ৬৪৮ জন।
সুস্থ হওয়া ৭১ জনের মধ্যে সিলেটের ৬৫ ও বাকি সবাই হবিগঞ্জ জেলার। এ নিয়ে সুস্থ হলেন ২২ হাজার ১৮৪ জন। এর মধ্যে সিলেটের ১৪ হাজার ৯৫৭, সুনামগঞ্জের ২ হাজার ৭৭০, হবিগঞ্জের ২ হাজার ৮৯ ও মৌলভীবাজারের ২ হাজার ৩৬৮ জন।
সবমিলে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৫৬ জন। এর মধ্যে সিলেটে ২৩২, সুনামগঞ্জে এক, হবিগঞ্জে দুই ও মৌলভীবাজারে ২১ জন। মৃত ৪৩২ জনের মধ্যে সিলেটের ৩৫৩, সুনামগঞ্জের ৩০, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ৩১ জন।