- জুন ১৯, ২০২১
- শীর্ষ খবর
- 356
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর থেকে হরষপুর এলজিআরডির সড়কের গাছ কেটে নিলেন মনতলা ভূমি অফিসের তহশিলদার।
শনিবার (১৯ জুন) সকালে উপজেলা ধর্মঘর ইউনিয়নে আয়লাবই এলাকার এলজিআরডি সড়কের আকাশমণি গাছটি নিয়মনীতি না মেনেই কর্তন করে নিয়ে গেলেন মনতলা ভূমি অফিসের তহশিলদার কুতুবউদ্দিন।
এব্যপারে জানতে চাইলে কুতুবউদ্দিন মোবাইল ফোনে জানান, মনতলা ভূমি অফিসের ফার্নিচার তৈরি কাজে জন্য এই গাছ কর্তন করেছি। গাছ কর্তনের ব্যাপারে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন স্যার অবগত আছেন।
এ বিষয়ে মাধবপুর ভূমি কর্মকতা সাথে ফোন কলে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি আমি দেখতেছি।
মাধবপুর এলজিআরডি কর্মকতা জুলফিকার চৌধুরী সাথে বার বার ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ করেন নাই।