- জুন ১৯, ২০২১
- শীর্ষ খবর
- 318

জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জে জিসান আহমদ নামের সাত বছরের একটি শিশু বাসচাপায় নিহত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কসকনকপুর ইউনিয়নের ইনামতি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিসান পশ্চিম ইনামতি গ্রামের কামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে জিসান সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে সড়কের ডান পাশে দাঁড়িয়ে থাকা জিসানকে চাপা দেয়। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পরপরই চালক ও সহকারী বাসটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি দল অভিযান চালাচ্ছে।