- জুন ২১, ২০২১
- মৌলভীবাজার
- 345
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামে সোমবার (২১ জুন) দুপুরে এক কৃষকের মুখিক্ষেত থেকে মানুষের একটি পা এবং সংলগ্ন বাঁশঝাড়ের নীচ থেকে দুটি হাতের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ। দেহের অনান্য অংশের সন্ধানে মাঠে রয়েছে পুলিশ।
মির্জাপুর ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা এসআই কাশি চন্দ্র শর্মা বলেন, ধারণা করা হচ্ছে কাটা অংশগুলো চার-পাঁচ দিন আগের। সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে ওই কৃষক প্রথমে দুর্গন্ধ পান। পরে গলিত একটি কাটা পা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে পা উদ্ধার করে। পরে সংলগ্ন বাঁশঝাড়ের নীচে দুটি কাটা হাতের অংশ পাওয়া যায়। পা হাঁটু থেকে এবং হাত দুটো কনুই থেকে কাটা।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, ধরণা করছি হাত-পা গুলো কোনো নারীর। কাটা অংশগুলো ওই বস্তায় ছিল। শিয়াল বস্তা থেকে টেনে বের করেছে। এখনো তল্লাশি চলছে।