• জুন ২১, ২০২১
  • শীর্ষ খবর
  • 262
সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই সিলেট জেলার বাসিন্দা। এর আগের ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৪৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৭ জনের। এ নিয়ে বিভাগে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪ হাজার ২৯২ জনের।

আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৭৭ জনের মধ্যে ৫৬ জন সিলেট জেলার, ১ জন সুনামগঞ্জের ও ৪ জন হবিগঞ্জের। বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৭৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৯০ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৮৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে বিভাগে সুস্থ হয়েছেন ২২ হাজার ৭৫৪ জন।

বিভাগে করোনায় মারা যাওয়া ৪৪৯ জনের মধ্যে সিলেট জেলার ৩৬৮ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ৩৩ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন। করোনা সংক্রমণ থেকে সচেতন ও সুরক্ষা থাকতে সরকারি বিধিনিষেধ মেনে চলা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, ঘর থেকে বের হলে মাস্ক পরিধান ও বারবার সাবান–পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে।