- জুন ২৩, ২০২১
- শীর্ষ খবর
- 310
নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১২২ জনের, যা চলতি মাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে বিভাগে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪ হাজার ৫২৭ জনের।
আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ১২২ জনের মধ্যে সিলেট জেলার ৯০, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ১০ ও মৌলভীবাজারের ১৯ জন। বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ২৪৬, সুনামগঞ্জের ২ হাজার ৯০০, হবিগঞ্জের ২ হাজার ৬০২ ও মৌলভীবাজারের ২ হাজার ৭৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ৪৫২ জনের মধ্যে সিলেট জেলার ৩৭০, সুনামগঞ্জের ৩০, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজারের ৩৩ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।