- জুন ২৮, ২০২১
- শীর্ষ খবর
- 339
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সিলেট সফর স্থগিত করা হয়েছে।
সিলেট-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে একটি নির্বাচনি জনসভায় অংশ নিতে তাঁরা মঙ্গলবার (২৯ জুন) সিলেট আসার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণবশত: সোমবার রাতে নানক ও আহমদ হোসেনের সিলেট সফর স্থগিত করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।