• জুন ২৯, ২০২১
  • শীর্ষ খবর
  • 379
গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে জলাশয়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তারা দুজন একে অপরের বোন ছিলো।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর (বন্দরপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই বোন সাবিয়া (৭) ও কল্পনা (৫) ফতেহপুর (বন্দরপাড়া) গ্রামের রিপন আহমদের মেয়ে।

বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবিয়া ও কল্পনা খেলতে গিয়ে বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায়। পরিবারের লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে জলাশয়ে শিশু দুটির লাশ ভেসে থাকতে দেখেন।

তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মরদেহ ময়না তদন্তের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।