• জুলাই ৯, ২০২১
  • শীর্ষ খবর
  • 235
জৈন্তাপুরে ২দিন নিখোঁজের পর সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেট’র জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ধাওয়া খেয়ে পানিতে পড়ে বাংলাদেশি নিখোঁজ যুবকের লাশ ৪৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুর পৌনে ১টায় ভারতীয় সীমান্তের রংহংকং এলাকার যুবকের লাশ ভেঁসে উঠে।

জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান ও এলাকাবাসী জানান, ভারতীয় সীমান্তবক্ষী বাহিনী বিএসএফ’র ধাওয়া খেয়ে পানিতে পড়ে নিখোঁজ ছিল উপজেলার আসামপাড়া আর্দশগ্রামের শফিক মিয়ার পুত্র সোহেল মিয়া(২৮)।

দীর্ঘ ৪৮ ঘন্টা পর শুক্রবার দুপুরে ভারতীয় সীমান্তের রংহংকং এলাকার একটি পানির গর্তের বাংলাদেশ অংশে
নিখোঁজ যুবকের লাশ ভেঁসে উঠে।

প্রসঙ্গ, ৭ জুলাই বুধবার গরুর সন্ধান করতে শ্রীপুর সীমান্তে ভারতের কাছাকাছি চলে যায় সোহেল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি নাগরিক সোহেলকে দেখে ধাওয়া করে। তখন সোহেল আত্মরক্ষার জন্য পানিতে ঝাঁপ দেয় তখন থেকে সোহেল নিখোঁজ ছিল।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ প্রতিবেদককে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সোহেলের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে অধিকত্বর তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। লাশ উদ্ধারের সময় বিজিবিও সাথে ছিল।