• জুলাই ৯, ২০২১
  • মৌলভীবাজার
  • 417
স্ত্রীসহ করোনায় আক্রান্ত মৌলভীবাজারের সাবেক এমপি এম নাসের

মৌলভীবাজার প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও তার সহধর্মিণী রেজিনা নাসের।

বৃহস্পিতবার (৮ জুলাই) রাতে নাসের রহমানের ব্যক্তিগত সহকারী শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ জুলাই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট পজেটিভ আসে।

মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম বলেন, বর্তমানে তারা স্বাভাবিক আছেন। বড় ধরনের কোনো আশঙ্কা মুক্ত। তারপরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে রাতে ভর্তি হয়েছেন। এম নাসের রহমান তাদের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।