• জুলাই ১৬, ২০২১
  • শীর্ষ খবর
  • 368
বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার করচা হাওরে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা হাওরে বজ্রপাতে প্রাণহানির এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ইউনিয়নের করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) এবং কবিরপুর গ্রামের নিশিকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে করচা হাওরে মাছ ধরতে যান রিপন বৈষ্ণব ও বাবুল বৈষ্ণব। সকাল ৭ টার দিকে প্রচুর বৃষ্টপাতের সাথে প্রবল বেগে ঝর বইতে শুরু করে। এসময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে সাথে সাথে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।