• জুলাই ১৬, ২০২১
  • শীর্ষ খবর
  • 292
সিলেট জেলা আ.লীগের সভাপতি লুৎফুর করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

তিনি জানান, করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর এডভোকেট লুৎফুর রহমানকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে।

সাবেক গণপরিষদ সদস্য লুৎফুর রহমানের সুস্থতার জন্য তিনি সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।