• জুলাই ১৭, ২০২১
  • মৌলভীবাজার
  • 311
মৌলভীবাজারে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গা আটক

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সদর মডেল থানাপুলিশ।

শনিবার (১৭ জুলাই) সকাল ১০টায় জেলা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। মৌলভীবাজার মডেল থানায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, আটককৃত রোহিঙ্গা নাগরিকরা মিয়ানমার থেকে ভারতের ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান জানান, আটককৃত রোহিঙ্গারা কুলাউড়া উপজেলার পৃত্থীমপাশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখান থেকে অটোরিকশায় মৌলভীবাজারে আসে। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল।

আটককৃত রোহিঙ্গাদের মধ্যে সাতশিশু, আট নারী, ছয়জন পুরুষ রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।