- জুলাই ১৮, ২০২১
- হবিগঞ্জ
- 331
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে মা-মেয়েকে গলা কেটে হত্যার দীর্ঘ চারমাস পর মামলার অন্যতম প্রধান আসামী আব্দুল হান্নানকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান।
তিনি জানান, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগাম্বর বাজারে জনৈক আব্দুল মমিন তালুকদারের ভাড়া বাসার ৩য় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান উপজেলার হাজী মাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ সকাল ৮টার দিকে উপজেলার দিগাম্বর বাজার এলাকার ভাড়া বাসা থেকে ওই এলাকার সবজি বিক্রেতা সঞ্জিত দাশের স্ত্রী অঞ্জলী রাণী মালাকার (৩০) ও তাদের মেয়ে পূজা রাণী দাশের (৮) গলা কাটা মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ।
পরদিন শুক্রবার রাতে অজ্ঞাতনামাদের আসামি করে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সঞ্জিত দাশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দিনই আমির আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সে আদালতে জবানবন্দিতে জানায় চুরির উদ্দেশ্য ঘরে প্রবেশ করে মা মেয়েকে হত্যা করে।
ঘটনার চারমাস পর মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।