- জুলাই ১৯, ২০২১
- মৌলভীবাজার
- 342
কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়েল হত্যা মামলার তিন আসামি ঘটনার ২৮ দিন পর আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার তাঁরা আদালতের কাছে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গত ২১ জুন সকালে কয়েকজন অটোরিকশাচালকের কিলঘুষির আঘাতে প্রাণ হারান জুয়েল আহমেদ (৪৫)। তিনি উপজেলার শমশেরনগর বাজার এলাকার বাসিন্দা।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার জুয়েল হত্যা মামলার আসামি শারপিন মিয়া, আহমদ আলী ও ইসমাইল মিয়া মৌলভীবাজারের ৩ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তাঁরা আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। তবে আদালতের বিচারক সালেহ আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, তাঁরা বিষয়টি অবগত হয়েছেন। জামিন নামঞ্জুর হওয়ার পর আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।