- জুলাই ১৯, ২০২১
- মৌলভীবাজার
- 346
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে গত ১২ ঘন্টায় ৩ জনের মূত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারীরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর গ্রামের হেনা বেগম (৭০) রাত পৌনে ১২টার দিকে, কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের শ্রমিক পবন কুড়াইয়া (৬৫) ভোর সাড়ে ৪ টায় ও একই উপজেলার আদমপুর এলাকার হারুন মিয়া (৪২) সকাল ১০ টায় মারা যান। ওই ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডাঃ ফয়ছল জামান।
জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ২৫৮টি নমুনা পরীক্ষায় পাঠালে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪১.৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৪‘শ ৯ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩ হাজার শত ৬২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭২ জন।
সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৪৪ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২ জন।