- জুলাই ২১, ২০২১
- শীর্ষ খবর
- 172

হবিগঞ্জ প্রতিনিধিঃ ঈদে জামা জুতো কিনে না দেওয়ায় হবিগঞ্জের মাধবপুরে নাঈম নামে ৯ বছরের শিশু ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছে তার পরিবার।
নিহত নাঈম উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইখলা গ্রামে ইরাক প্রবাসী সালেক মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘শিশু নাঈম তার মা রুনা বেগমের নিকট ষ্টাইল করে চুল কাটতে, এবং ঈদে নতুন জামা, জুতো কিনে দিতে বায়না ধরে।এ নিয়ে মা তাকে বকাঝকা ও মৃদু ভর্ৎসনা করেন। এ কারণে রাগে মঙ্গলবার রাতে রান্নাঘরে আড়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তার পরিবার জানিয়েছে।’
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে পরিবারের কাছে নাঈমের মরদেহ হস্তান্তর করেছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।এছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’