• জুলাই ২১, ২০২১
  • লিড নিউস
  • 316
সিলেট নগরী রাত ১২টার মধ্যেই পরিস্কার হবে: মেয়র আরিফ

নিউজ ডেস্কঃ কুরবানির পশুর বর্জ্য আজ রাত ১২টার মধ্যেই অপসারণের কথা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার সন্ধ্যায় মুঠোফোনে আলাপকালে তিনি বলেন- প্রায় দুই হাজার কর্মী নিয়ে সিলেট সিটি করপোরেশনের টিম নগরীতে কাজ করছে। শ্বশুরের জানাজায় অংশ নিতে তিনি ময়মনসিংহে অবস্থান করলেও সার্বক্ষণিক বর্জ্য পরিস্কারের কাজে দায়িত্বরতদের সাথে যোগাযোগ রাখছেন তিনি।

ইতোমধ্যে ৮০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে জানিয়ে মেয়র বলেন, আমরা টার্গেট নিয়েছি, আজ রাত ১০টার মধ্যে নগরী পরিস্কার করার জন্য। ১০টার মধ্যে শেষ না হলেও রাত ১২টার মধ্যে আমাদের কর্মীরা নগরী পরিস্কার করে ফেলবেন বলে আমার বিশ্বাস। শুধু বর্জ্য অপসারণ নয় পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে সিটিতে ব্লিচিং পাউডার ও তরল জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে।

এছাড়া এবার রাস্তায় চামড়া বিক্রি বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছে সিলেট সিটি করপোরেশন। চামড়া শিল্পকে নষ্ট করতে ব্যবসায়িরা সিন্ডিকেট করে ফেলেন। এবার সিলেট সিটি করপোরেশন নিজে থেকে চামড়া সংরক্ষণের ব্যবস্থা করেছে এবং বিক্রির জন্য নির্দিষ্ট যায়গা করে দিয়েছে। এতে নগরীর দুর্গন্ধমুক্ত থাকার পাশাপাশি চামড়া সিন্ডিকেটও ভাঙবে বলে জানান মেয়র আরিফ।