- জুলাই ২৬, ২০২১
- শীর্ষ খবর
- 335
নিউজ ডেস্কঃ আলাদা উপজেলা হলো সুনামগঞ্জের মধ্যনগর। সোমবার (২৬ জুলাই) মধ্যনগর থেকে নতুন উপজেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার।
এছাড়া আরও দুটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সুনামগঞ্জের মধ্যনগর ছাড়াও কক্সবাজারের ঈদগাঁও ও মাদারীপুরের ডাসার দেশের উপজেলা হিসেবে যুক্ত হচ্ছে।
দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি হয়। গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। অন্যরা যুক্ত হন সচিবালয় থেকে।
এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে দেশে মোট উপজেলার সংখ্যা হচ্ছে ৪৯৫টি।
এদিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম বদলে ‘শান্তিগঞ্জ’ রাখার সিদ্ধান্ত হয় এই বৈঠকে।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়েও এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ঈদগাঁও, ডাসার এবং মধ্যনগর আগে থানা ছিল। উপজেলা হতে যে ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তিনটি থানায় পুরোপুরি পূরণ করে না। কিন্তু তিনটিই রিমোট (দুর্গম) এরিয়া। এ জন্য নিকার অনুমোদন করেছে। একইসঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে, এরপর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে, যাতে এমন প্রস্তাব না আনা হয়।’