- জুলাই ২৮, ২০২১
- শীর্ষ খবর
- 390

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে কবিতা পাল (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার দেওরগাছ ইউপির চন্ডীছড়া চা বাগানে বজ্রপাতের ঘটনাটি ঘটে। আহতদের চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃত কবিতা পাল চন্ডীছড়া চা বাগানে অরুণ পালের স্ত্রী। আহতরা হলেন, কল্যাণী তাঁতি (৩৬) ও অনিকা তাঁতি (২৭)।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম সত্যতা নিশ্চিত করেছেন।