- আগস্ট ১, ২০২১
- মৌলভীবাজার
- 338
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ আইসোলেশন ইউনিট স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র দিয়েছে ইস্ট কোস্ট গ্রুপ।
শনিবার (৩১ জুলাই) গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর স্ত্রী প্রয়াত মেরিনা ইয়াসমীন চৌধুরীর স্মরণে এই মেডিক্যাল সামগ্রী ও জীবনরক্ষাকারী ওষুধপত্র দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আজম জে চৌধুরী বলেন, মেরিনা ইয়াসমীন চৌধুরী অনেক সামাজিক কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আগামীতে আরও একটি ১০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ আইসোলেশন ইউনিট স্থাপনের প্রতিশ্রুতি দেন।
১০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াও অনুদানকৃত সামগ্রীর মধ্যে ছিল অক্সিজেন কনসেন্ট্রেটরস ও সহায়ক মেডিক্যাল যন্ত্রপাতি। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইস্ট কোস্ট গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।