- আগস্ট ১, ২০২১
- শীর্ষ খবর
- 287
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এক ঘন্টার ব্যবধানে ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১২টা থেকে ১টার মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
মৃতরা হলেন, বানিয়াচং উপজেলার চিলাপাঞ্জা গ্রামের ধনু মিয়ার স্ত্রী জহুরা (৪৫), চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মকবুল হোসের স্ত্রী অমির চাঁন (৮০)। এছাড়াও বাকি একজন পুরুষ। তার বয়স ৪২ বছর। তা তাৎকণিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, রোগীর স্বজনরা দাবি করছেন হাসপাতালে অক্সিজেন না থাকার কারণে তাদের মৃত্যু হয়েছে।
করোনা ওয়ার্ডে ভর্তি অন্য এক রোগীর স্বজন মকবুল হোসেন বলেন, গতকাল রাত থেকেই সিলিন্ডারে অক্সিজেন নেই। সেন্ট্রাল লাইনের অক্সিজেন মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। এছাড়া করোনা ওয়ার্ডে রোগীদের সঠিক চিকিৎসা দেয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি।
অক্সিজেন সংকটের অভিযোগ অস্বীকার করে সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. কাউসার আহমেদ বলেন, অক্সিজেনের কোন সংকট নেই। যেগুলো সিলিন্ডার খালি রয়েছে তা নিয়ে আমাদের স্টোর কিপার সিলেট গেছেন আজই অক্সিজেন নিয়ে ফিরবেন।
এদিকে, জেলায় গত ২৪ ঘন্টায় রেকর্ড করোনা শনাক্ত হয়েছে ৩৪৮ জন। ৭৯২টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৩ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪৩ জন।
নতুন শনাক্তদের মধ্যে, সদর উপজেলায় ১৫৭ জন, চুনারুঘাটে ৬৪, লাখাইয়ে ২, বাহুবলে ৯, বানিয়াচংয়ে ২৩, নবীগঞ্জে ৪১, মাধবপুরে ৪৯ ও আজমিরীগঞ্জে ৩ জন।
মোট শনাক্তের মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৫০০ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৩৩ জন।
শনাক্তদের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ২৬ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩২ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।