• আগস্ট ৪, ২০২১
  • শীর্ষ খবর
  • 346
হবিগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় ৭৭ জন ব্যক্তিকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে সরকারী বিধিনিষেধ অমান্য করায় ৭৭ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলাজুড়ে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

তিনি জানান, করোনা মোকাবিলায় সরকারী বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এরই প্রেক্ষিতে জেলাজুড়ে অভিযান চালিয়ে ১১টি মামলায় ৭৭ জন ব্যক্তিকে ৪৬ হাজার ১শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছ। অভিযান অব্যাহত থাকবে।