- আগস্ট ১৪, ২০২১
- শীর্ষ খবর
- 323
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারাসহ প্রধান নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল ও এলাকার নিচু রাস্তাঘাট। শনিবার (১৪ আগস্ট) সকাল থেকে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দুপুরে এ তথ্য জানিয়ে সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ দুহা বলেন, ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে। যাতে করে নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন, ভারতের মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢলে ও সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত আরও ২-৩ অব্যাহত থাকতে পারে। যেহেতু বিপদসীমার উপরে পানি তাই সাধারণত নিম্নাঞ্চলগুলো প্লাবিত হবে। এছাড়া যদি কাল থেকে আবার বৃষ্টিপাত কমে যায় তাহলে পানি নেমে যাবে।