- আগস্ট ২২, ২০২১
- শীর্ষ খবর
- 249
নিউজ ডেস্কঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত করোনা পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন প্রবাসীরা। সরকারিভাবে এ ল্যাব দ্রুত স্থাপন করা না হলে হাজারো প্রবাসী পরিবারকে পথে বসতে হবে। এতে দেশের রেমিট্যান্সের পরিমাণ কমে আসবে বলে মন্তব্য করেছেন প্রবাসীরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় সিলেট নগরের বন্দরবাজার এলাকার কালেক্টরেট মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত কর্মসূচিতে অংশ নেন সংযুক্ত আরব আমিরাত থেকে সিলেটে ফিরে আটকে পড়া প্রবাসীরা।
মানববন্ধনে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সভাপতি আহমেদ রিয়াজ। আরও বক্তব্য দেন মিঠু আহমেদ, আনোয়ারুল ইসলাম, আবু সুফিয়ান, ফখরুল ইসলাম, তারেক আহমদ, লায়েক আহমদ, কাওছার আহমদ, রেজওয়ান আহমদ, লিটন আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাত করোনা মহামারির কারণে বিভিন্ন দেশের প্রবাসীদের তাঁদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় আটকে পড়া প্রবাসীদের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, সেসব দেশের বিমানবন্দর থেকে বিমানে ওঠার তিন–চার ঘণ্টা আগে করোনা পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর ল্যাবে টেস্ট করানো হয়। এতে করোনা মুক্তির সনদ পাওয়ার পরই তাঁরা সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোতে প্রবেশ করার অনুমতি দেবে। এমন নির্দেশনা পেয়ে ভারত ও পাকিস্তান এরই মধ্যে বিমানবন্দরে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করেছে। এর মাধ্যমে সেসব দেশের সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা কাজে ফিরতে পারছেন।
বক্তারা বলেন, করোনা মহামারিকালে দেশে হাজারো সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ফিরেছেন। দেশে ফেরার পর নিষেধাজ্ঞার কারণে তাঁরা আটকে আছেন। প্রায় দেড় বছর সময় ধরে তাঁরা দেশে রয়েছেন। এমন পরিস্থিতিতে অনেকেই ধারদেনা করে অনেকটা মানবেতর জীবন পার করছেন। এরই মধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকের ছুটি শেষ।কিন্তু নিষেধাজ্ঞার কারণে ফিরতে পারছেন না।