• আগস্ট ২৩, ২০২১
  • শীর্ষ খবর
  • 279
করোনায় বিএনপি নেতা মাওলানা রশিদ আহমদের মৃত্যু

নিউজ ডেস্কঃ সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রশিদ আহমদের বাড়ি গোলাপগঞ্জে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের সম্পাদক ও প্রকাশক ছিলেন। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দুবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তার জানাজা আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় গোলাপগঞ্জে এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠপুত্র তামিম ইয়াহইয়া আহমদ।