- আগস্ট ২৩, ২০২১
- শীর্ষ খবর
- 244
নিউজ ডেস্কঃ সিলেটের প্রথম মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সোমবার (২৩ আগস্ট) সকালে সিলেট মানিকপী টিলায় নেতৃবৃন্দ এ জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মবশ্বির আলী, মজির উদ্দিনসহ নেতৃবৃন্দ।