- আগস্ট ২৩, ২০২১
- শীর্ষ খবর
- 249
নিউজ ডেস্কঃ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
পৃথক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, এডভোকেট মাওলানা রশীদ আহমদ শুধুমাত্র একজন বিএনপি নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন সাংবাদিক কলামিস্ট। তিনি আমৃত্যু জাতীয়দাবাদী আদর্শের জন্য কাজ করে গেছেন। পরহেজগার ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেটবাসীর কাছে ছিলেন জনপ্রিয়। তার মৃত্যুতে আমরা বহুমুখী প্রতিভার অধিকারী এক সজ্জন বিএনপি নেতাকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়।