- আগস্ট ২৪, ২০২১
- শীর্ষ খবর
- 269
নিউজ ডেস্কঃ সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) আছরের নামাজের পর (বিকাল সাড়ে ৫টায়) গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা রশিদ আহমদের বড় ছেলে তামিম ইয়াহইয়া আহমেদ।
এর আগে বিকাল সাড়ে ৩টায় এমসি একাডেমি মাঠে নেয়া হয় অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের মরদেহ। জানাযাপূর্ব সময়ে রশিদ আহমদ নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা।
মাওলানা রশিদ আহমদের জানাযার নামাজে দল-মত নির্বিশেষ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার সকাল ১১টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ।
করোনা আক্রান্ত হয়ে তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে এক সপ্তাহ আগে সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।