- আগস্ট ২৪, ২০২১
- শীর্ষ খবর
- 284
নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একহাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো একহাজার ৫ জনে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২০৪ জন। এ নিয়ে বিভাগটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলেন ৫১ হাজার ৬২৫ জন।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ২০৪ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৬২৫ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৫২০ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯৬৭, হবিগঞ্জ জেলায় ৬ হাজার ২০৫ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৫৪৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৩৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ২০৪ জন করোনা আক্রান্ত রোগীর ১০৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১৮ জন, হবিগঞ্জের ৩১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৩২ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সিলেটে বিভাগে রোববার দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৭৩ শতাংশ। যার ১৪ দশমিক শূন্য ৪০ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১০ দশমিক ৬৫ শতাংশ, হবিগঞ্জে ১৮ দশমিক ৯ শূন্য শতাংশ ও মৌলভীবাজারে ১৬ দশমিক ১৬ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৯ জন রোগী। তাদের সকলেই সিলেট জেলার অধিবাসী। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা একহাজার ৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৩০ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৭০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৪ জন, ৫ জন হবিগঞ্জে , ৩ জন মৌলভীবাজার জেলায় ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০৮ জন। এর মধ্যে শুধু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২২১ জন রোগী। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩০৬ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২৪ জন ও মৌলভীবাজারে ২২ জন ভর্তি রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৫৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৩৫৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সসুনামগঞ্জে ৫৪ জন, ১০০ জন হবিগঞ্জে জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৬০ জন। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪১ হাজার ৩৩৫ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৩৪৩ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৫২১ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৩৯ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৬৭৩ জন ও ওসমানী হাসপাতালে ৪৫৯ জন।
এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়। যাদের ৪ জন সিলেট, ৭ জন সুনামগঞ্জ, ৪ জন হবিগঞ্জের ও ৮ জন মৌলভীবাজার জেলার। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৬৩ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।