• আগস্ট ২৫, ২০২১
  • জাতীয়
  • 220
সংসদ অধিবেশনে যেতে পারবেন না সাংবাদিকরা

নিউজ ডেস্কঃ করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো সংসদের আসন্ন অধিবেশনে গণমাধ্যমকর্মীরা সংসদে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারছেন না। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সাংবাদিকদের পাস সরবরাহ করা হবে না।

বুধবার (২৫ আগস্ট) সংসদের গণসংযোগ বিভাগ সূত্রে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

সাম্প্রতিক করোনা মহামারিজনিত ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এর সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) হতে কাভার করার জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫ টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ এবং ২০২১ সালের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন। এর আগেও বিগত ২০২০ সালের মার্চের পর থেকে চলতি বছরের এ পর্যন্ত সবগুলো অধিবেশনে সাংবাদিকরা প্রবেশাধীকার পান নি।